অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

wh20220314123806

অস্কার বিজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেতা উইলিয়াম হার্ট (৭১) চলে গেলেন না ফেরার দেশে। রবিবার (১৩ মার্চ) মারা যান তিনি। উইলিয়াম হার্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু গেরি বায়ার্ন। ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি চলে গেলেন। পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।এদিকে হার্টের পরিবারের পক্ষ থেকে এক সংবাদে বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক করছে তার পরিবার।তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। যদিও জানা গেছে ২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হার্টের।সিএনএনের এক প্রতিবেদন হতে জানা যায়, সম্প্রতি উইলিয়াম হার্ট মার্ভেলের ছবি- দ্য ইনক্রেডিবল হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জারস: এন্ডগেম এবং ব্ল্যাক উইডো তে কাজ করেছেন।প্রসঙ্গত, ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট, চিলড্রেন অব এ লেসার গড, ‘ব্রডকাস্ট নিউজ এবং দ্য বিগ চিল সহ নানা ছবিতে অভিনয় করেছেন এই অস্কার বিজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৮৫ সালের সিনেমা কিস অব দ্য স্পাইডার ওমেন ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর