ভারতের সাথে ব্যবসা চালু করার দাবী পাকিস্তানি ব্যবসায়ীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ভারত পাকিস্তান পতাকা

ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক পুনরায় চালু করা দাবি জানিয়েছে পাকিস্তানের স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবির প্রেক্ষিত্রে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার।

এর আগে ২০১৯ সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর পাঁচ বছর ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ রয়েছে। সে সময় পাকিস্তান দিল্লী থেকে তাদের রাষ্ট্রদূতও ফিরিয়ে নেয়। তখন থেকেই দুই দেশের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়।

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে শনিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত কাশ্মীরের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে সেটি যন্ত্রনাদায়ক। এরপরও পাকিস্তানি ব্যবসায়ী সম্প্রদায় ভারতের সাথে বাণিজ্য পুনরায় চালুর এই আবেদন করেছে। পাট, কৃষিপণ্য এবং চিকিৎসা সামগ্রীর ব্যবসা দ্রুত শুরু করতে চান তারা। দুবাই ও সিঙ্গাপুর থেকে এগুলো আমদানি করতে অতিরিক্ত পরিবহন খরচ হচ্ছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর