পাতারকান্দি সমষ্টির জুড়বাড়ী ডেফলআলা জিপির বিশিষ্ট সমাজ সেবক মিসবাহ উদ্দিন সমষ্টির আসল তথ্য সাধার মানুষের সামনে তুলে ধরলেন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200915-WA0032

এনবিটিভি ডেস্ক: এখনও আসাম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি নির্বাচন ঘােষনা কমিশনের পক্ষথেকে। ২০২১ এর মার্চ অথবা এপ্রিল মাসে হতে পারে রাজ্যের বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত শাসক হােক বা বিরােধী দল কেউই ঘােষনা করেনি তাদের প্রার্থী৷ জেলার প্রতিটি সমষ্টিতে প্রত্যেক দলের টিকিট প্রত্যাশীর সংখ্যা ২০১৬ থেকে দ্বিগুণ। এইবার পাতারকান্দি সমষ্টি থেকে ২০২১ এর বিধানসভা নির্বাচনে টিকিট প্রত্যাশী হিসেবে আছেন অনেকজন৷ তার মধ্য থেকে পাতারকান্দি সমষ্টির আরেক বিশিষ্ট ব্যক্তি জানাব মিসবাহ উদ্দিন। এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন এই পাতারকান্দিকে যদি কেউ উন্নত মানের জায়গা বানিয়ে থাকার চেষ্টা চালান সেই হচ্ছেন আমাদের নয়নের মনি প্রয়াত কামরুল হক সাহেব৷ তিনি এই প্রত্যন্ত এলাকাকে উন্নত করতে অনেক পরিশ্রম করেছেন শুধু তাই নয় বর্তমানে উনারি ছোট ভাই মাহবুবুল হক উনি এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তাছাড়া সেদিন সাংবাদিক সম্মেলনে বলেন বর্তমানে সব থেকে বেশি আমাদের সমষ্টিতে যে অসুবিধা দেখা দিয়েছে সেটা হচ্ছে 8 নং জাতীয় সড়ক এই 8 নং জাতীয় সড়কের বেহাল অবস্থা দেখলে সাধারণ মানুষের চোখ উঠছে কপালে৷ উনি বলেন প্রত্যেকদিন কেউ না কেউ আন্দোলন করছে ৷ আন্দোলনের আসল উদ্দেশ্য সমাজসেবা নয় যদি সমাজসেবা হতো তাহলে ২০১৬ থেকে আন্দোলনকারীরা কোথায় ছিলেন, আন্দোলনটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থে৷ তাছাড়া উনি বলেন সেই আন্দোলনকে আমি সমর্থন করি, কিন্তু গত চার বছর থেকে যদি আন্দোলন করা হতো তাহলে আজকে আমাদের এই দিনকে দেখতে হতো না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর