ফের মূল্যবৃদ্ধি জ্বালানির, শহরে সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোলের দাম

এনবিটিভি ডেস্ক: বেড়েই চলেছে জ্বালানির দাম। আজ কলকাতাতে পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে। আজ, রবিবার, লিটারপ্রতি ৪১ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৪৫ পয়সা। বাড়ল ডিজেলের দামও। লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ২৭ পয়সা।

ইতিমধ্যে, কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করেছে পেট্রোল। গতকাল, দার্জিলিঙে পেট্রোলের দাম দাঁড়াল লিটারপ্রতি ১০০ টাকা ৪৮ পয়সা। আলিপুরদুয়ারে দাম হয়েছে লিটারে ১০০ টাকা ১০ পয়সা। কোচবিহারে পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ১ পয়সা।

বারবার পেট্রোল, ডিজেলের যেভাবে বাড়ছে, তাতে বাইক থেকে বিভিন্ন যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়বে মানুষের।

উল্লেখ্য, জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য রাজ্যের অনেক বেসরকারি বাস পরিবহন সংস্থা বাস চালাতে চাইছেনা। তাদের দাবি, বাসের ভাড়া না বাড়ালে চালাবেন না। সব মিলিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে মাথায় হাত সবার।

Latest articles

Related articles