পিরোজপুরে খালের পানি বিষাক্ত করে মাছ ধরার অপরাধে একজনের কারাদণ্ড

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_2848166862084488

 

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নির্দেশনায় আজ সোমবার (২৩ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে আদাজুরি বাজার সংলগ্ন আদাজুরি খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে জনাব অনুপ দাশ, সহকারী

কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন।

এসময় খালের পানিতে বিষ মিশিয়ে পানিকে বিষাক্ত করে মাছ ধরার সময় মোঃ মেহেদী হাসান নামে এক যুবককে হাতেনাতে ধৃত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় আসামীর স্বীকারোক্তি, স্থানীয় মানুষের স্বাক্ষী ও অপরাধের ধরন বিবেচনায় “মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” এর অপরাধে মোঃ মেহেদী হাসান (২১) কে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।পাশাপাশি জব্দকৃত ০৫ (পাঁচ) কেজি চিংড়ি বিষ প্রয়োগ করে মারায় মাছ বিষাক্ত হওয়ায় স্থানীয় মানুষের সামনে বিনষ্ট করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর