খুঁটি পুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল মালদহের হরিশ্চন্দ্রপুর এর দক্ষিণী যুগদর্শী ক্লাবে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200917-WA0044

এনবিটিভি ডেস্ক, সফিকুল আলম, মালদা, ১৭ সেপ্টেম্বর : আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসান৷ মহালয়া মানেই তো পুজো শুরু হয়ে যায় বাঙালির৷ কিন্তু এবারের ব্যাপারটা একটু আলাদা অশ্বিন মাস মলো মাস হওয়ায় মহালয়ার ১ মাস ৫ দিন পর পুজো৷ তাই এবার মহালয়ার পুন্য লগ্নতে খুঁটি পুজো করলো মালদহের হরিশ্চন্দ্রপুর এর দক্ষিণী যুগদর্শী ক্লাব৷ এলাকার অন্যতম বড়ো ক্লাব বলেই পরিচিত দক্ষিণী যুগদর্শী |

মা আসছেন মৎস্য লোকে এই থিম পরিকল্পনা নিয়ে আজ বিশ্বকর্মা পুজো ও মহালয়ার পুন্য লগ্নে খুঁটি পুজো সারলো মালদহের হরিশ্চন্দ্রপুরের ক্লাব দক্ষিণী যুগদর্শি । প্রতিবারই এরা বিভিন্ন রকম থিম পুজো করে এলাকাবাসীকে চমক দেয়। এদের বাজেট থাকে বিশাল। তবে করোনা পরিস্থিতিতে এবার বাজেট কমিয়ে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। আজ খুঁটি পূজার দিনে ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে পুজোর প্রস্তুতি শুরু করে দিলেন।

ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মানিক দাস জানান এবার করোনার জন্য বাজেট কমাতে হয়েছে। এবারে আমরা সাত লাখ টাকার মধ্যেই পূজার বাজেট করেছি। আমাদের এবারের থিম মৎস্য লোকে মা আসছেন। আশাকরি প্রতিবারের মতো এবারও এলাকার মানুষদের দুর্গাপূজায় আনন্দ দান করতে পারব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে করোনা আবহে সমস্ত রকম সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনেই পুজো হবে |

করোনা আবহে জেরবার মানুষ, তাই মহালয়া চলে এলেও এবার পুজোর অনুভূতিটা তেমন ভাবে আসেনি, তবে এরই মাঝে হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ যুগদর্শী ক্লাবে খুঁটি পুজোর মাধ্যমে ঢাকে কাঠি পড়ে গেলো ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর