মালদা:মোথাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করল ৬ জনের একটি ডাকাতের দলকে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবর মারফত জানতে পারা যায়, এইদিন মোথাবাড়ি থানার অন্তর্গত ভগবতীপুর কালুয়াটোলা এসএসকে স্কুল প্রাঙ্গণে ৮ থেকে ১০ জন লোক জড়ো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশকর্তারা। এবং এসএসকে স্কুল প্রাঙ্গনে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দুষ্কৃতীরা বলেছে বাবলা কমলপুর সংলগ্ন এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিয়ে সেখানে জড়ো হয়েছিল তারা।
দুষ্কৃতীদের নাম রাকিউল ইসলাম(২৫), বাড়ি গয়েশবাড়ির সুজাপুর। রাজিকুল মুমিন, বয়স (২৮)। সাদিকুল মুমিন বয়স (২৬), আইয়ুব মুমিন বয়স (২৯), সারুপ শেখ বয়স (২৪) ও আরব সেখ বয়স(৩২)।
এদের মধ্যে একজনের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত গয়েশবাড়ি এলাকায়। এবং আরেকজনের বাড়ির মোথাবাড়ি থানার অন্তর্গত পটলডাঙ্গা এলাকায়। বাকি চারজনের বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত কমলপুর বাবলা এবং কমলপুর বাবলা নতুন পাড়া এলাকায়।
পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে এক রাউন্ড কার্তুজ -সহ একটি আগ্নেয়াস্ত্র, দুটি লোহার রড/সাবল এবং দুটি ধারালো হাসুয়া।
মোথাবাড়ি থানার পুলিশ ধৃত ওই ছয়জনের ডাকাত দলকে মালদা জেলা আদালতে পেশ করেছে বলে জানা গিয়েছে।