গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান, উদ্ধার নকল প্রসাধনী ও খাদ্যসামগ্রী

এনবিটিভি,নদীয়া:  লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী ও খাদ্য সামগ্রী তৈরীর কারখানা থেকে প্রচুর নকল মাল ও যন্ত্রাংশ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে I.B ও পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার নকল তেল, চা, নিহার তেল, ডেটল,গোলাপ জল,ডাবর রেড মাজন ইত্যাদি নাম জাত কোম্পানির মাল উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া থানার নিমতলা এলাকায়।

উদ্ধার নকল নিহার তেল।

শুক্রবার রাতে ধুবুলিয়া থানার পুলিশ ও ইনভেসটিকেশন ব্রাঞ্চ হানা দিয়ে ওই এলাকার একটি জায়গা থেকে নকল সামগ্রী তৈরি করার যন্ত্রপাতি ও সমস্ত সামগ্রী তৈরি করার কাঁচা মাল উদ্ধার করে। পরে সেগুলি উদ্ধার করে নিয়ে আসে ধুবুলিয়া থানায় । প্রধান অভিযুক্ত পলাতক। তবে তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ধুবুলিয়া থানার পুলিশ।

উদ্ধার নকল চা।

ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এর এক অফিসার জানান, দীর্ঘদিন ধরেই তাদের কাছে এই নকল সামগ্রী উৎপাদনের খবর আসছিল। সেইমতো তারা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে অনুসন্ধান চালাচ্ছিলেন।

গোপন সূত্রের খবর পেয়ে গভীর রাতে ওই কারখানায় পুলিশ এবং ইনভেস্টিগেশন ব্রাঞ্চের প্রতিনিধিদল হানা দেয়। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মূল অভিযুক্ত। তাকে চিহ্নিত করা হয়েছে এবং ইতিমধ্যেই গ্রেপ্তারের উদ্দেশ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Latest articles

Related articles