ইমাম সাফি, মুর্শিদাবাদ:পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার গোটা ভারতেই বিভিন্ন সামাজিক কর্মকান্ড লক্ষ্য করা যায়।সমাজ সেবার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখা যায় ।ম্যারাথন দৌড়, মার্শাল আর্ট, শরীর চর্চা, খেলাধুলা বিভিন্ন কর্মসূচি হাতে নিতে দেখা যায় এই সংগঠনটিকে ।
শুক্রবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের হাজীপাড়া গ্রামের উদয়নগর প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। বালি গোকুলপুর ও শীলপুকুরের দুইটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।বালি গোকুলপুরের টিম জয়ী হয় । বিজয়ী টিমের হাতে ট্রফি, জার্সি, ব্যাট, মেডেল তুলে দেওয়া হয় ।
এইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর মিনারুল সেখ, স্থানীয় পঞ্চায়েত মেম্বার লাল মোহাম্মদ সেখ সহ স্থানীয় বিশিষ্টজনেরা । বিজয়ী দলকে ট্রফি তুলে দেন ডক্টর মিনারুল সেখ । এইদিনের খেলা দেখতে এলাকার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো ।