Sunday, May 11, 2025
33 C
Kolkata

ফলন কম, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির সিঁদুরে মেঘ দেখছেন নদীয়ার আলু চাষীরা

নদীয়া, এনবিটিভিঃ আলু চাষের শুরু থেকে প্রাকৃতিক দুর্যোগ চরম বাধা সৃষ্টি করেছে এই চাষে। কৃষকরা জানাচ্ছেন, অন্যান্য বছর দুর্গা পুজোর সময় বাজারে চলে আসে নতুন আলু, কিন্তু এখনও সেই আলু তাঁরা এই বছর ফসল ঘরে তুলছেন এখন।

 তার কারণ, কয়েকদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রচুর বৃষ্টি আর তাতেই নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত আলু। কিন্তু ধারদেনা করে চাষিরা ভেবেছিলেন তাঁরা হয়তো আবার ঘুরে দাঁড়াবেন। তাই নতুন করে আবার তাঁরা আলু লাগিয়েছেন নাবি করে। অন্যান্য বছরের তুলনায় এ বছর দাম বেশ খানিকটা বেশি থাকলেও দেরিতে চাষের জন্য ফলন একেবারেই কম।

বর্তমানে মাঠ থেকে কৃষক দাম পাচ্ছেন ৮০০ টাকা প্রতি ৫০ কেজির বস্তা।  বাজারে খুচরা আলু প্রতি কেজি কুড়ি টাকার কাছাকাছি। অন্যান্য বছর যা বস্তাপ্রতি ধাম থেকে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। তবে প্রতিফলন হিসেবে ১০০ বস্তা বা তার বেশি ও ফলন পেয়েছেন তারাই। অথচ এবার মাত্র ৫০ থেকে ৬০ বস্তা করে ফলন পারছেন তাই আলুর যোগান যে আগামী কয়েক মাসের মধ্যেই অত্যন্ত কম হয়ে পড়বে তা তারা আন্দাজ করছেন। ফলে, সাধারণমানুষের অত্যাবশ্যকীয় আনাজ হিসাবে আলুর খরচ বাড়বে অনেকটাই।

কিন্তু এই বর্ধিত মূল্য কৃষকরা কোনভাবেই পাননা সেটাও জানালেন তারা। তারা বলেন হিমঘরে রাখা ব্যবসায়ীরা এই মুনাফা ভোগ করে সর্বদা। ওষুধ সার শ্রমিকের যে পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছে তা জোগাড় করতে জমি থেকে বেচা ছাড়া অন্য উপায় থাকে না। নদিয়ার দুপুর ব্লকের গয়েশপুর, হিজুলি মাঠের কৃষকরা এমনটাই জানালেন আমাদের।

Hot this week

ভারত-পাকিস্তান উত্তেজনার ছায়া পড়ল কোচবিহার-বাংলাদেশ সীমান্তে, জারি হল কঠোর নিষেধাজ্ঞা: ৩০ জুন পর্যন্ত বলবৎ ১৬৩ ধারা

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে...

Topics

ভারত-পাকিস্তান উত্তেজনার ছায়া পড়ল কোচবিহার-বাংলাদেশ সীমান্তে, জারি হল কঠোর নিষেধাজ্ঞা: ৩০ জুন পর্যন্ত বলবৎ ১৬৩ ধারা

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে...

বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা: কোয়েটার দখল ও বিশ্বের কাছে স্বীকৃতির আহ্বান

পাকিস্তানের দখলে থাকা বালুচিস্তান প্রদেশের দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রাম এক...

পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, ভারতের কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির কয়েক...

“ওয়াকফ আইন দেশের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত” – আসাউদ্দিন ওয়াইসি

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়াইসি সম্প্রতি...

Related Articles

Popular Categories