এনবিটিভি ডেস্কঃ বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর স্বাভাবিকভাবে হুগলীর উত্তরপাড়া থেকে প্রার্থীও করা হয় তাঁকে। কিন্তু, নির্বাচনের পর বিজেপির নেতৃত্বরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন না বলে দাবি করলেন প্রবীর ঘোষাল। তাহলে কি ফের তৃণমূলে ফিরবেন তিনি? নিশ্চিত করে না বললেও এমনই ইঙ্গিত পাওয়া গেল তাঁর কথায়। যেন বিজেপির উপর যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন তিনি। করলেন মমতার ভূয়সী প্রশংসাও।
https://www.facebook.com/2155784097979730/posts/3072625262962271/