পুজোর আগে রাজ্যে খুশীর হাওয়া। প্রাথমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানালেন সকল প্রাথমিক বিদ্যালয়ে চাকরীপ্রার্থীরা আগামী মঙ্গলবারই কাউন্সেলিং এর স্থান সময় সূচি পেয়ে যাবে। কাউন্সেলিং সম্পূর্ণ হওয়ার পর মিলবে অ্যাপয়েনমেন্ট লেটার। সমস্ত তথ্যের জন্য পর্ষদের ওয়েবসাইটে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে পুজোর আগেই। যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ সেটা নিশ্চিত করছে রাজ্য। কোনোরকম ভ্রান্ত প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আবেদন জানিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ।