ইন্ডিয়া জোটকে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সঙ্গে তুলনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (16)

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া জোটকে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সঙ্গে তুলনা করলেন তিনি। এই মন্তব্যে ক্ষুব্ধ বিরোধীরা।

প্রধানমন্ত্রীর বক্তব্য, ”ইন্ডিয়া নাম থাকলেই দেশভক্ত হওয়া যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ছিল ইন্ডিয়া। জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন নামের মধ্যেও রয়েছ ইন্ডিয়া। এদের কাজ সব কাজের বিরোধিতা করা। আমাদের বিরোধীদেরও একই অবস্থা।” দলীয় সাংসদদের মন দিয়ে কাজ করার পরামর্শ দিলেন তিনি।

এই বিষয়ে রাজ্যসভার সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ”উনি ইন্ডিয়া জোট নিয়ে যা বলেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, তা শুধু বিরোধী জোটকেই নয়, দেশকে অপমান করার শামিল। দেশের নাম নিয়ে কি কেউ কোনও ভাল কাজ করেনি? তাহলে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা হচ্ছে কেন? আসলে বিরোধীদের এই শক্তি দেখে বিজেপি ভয় পেয়েছে। আতঙ্কে ভুগছে। তাই জঙ্গি আতঙ্কের কথা বলছেন। প্রধানমন্ত্রী আজ যা বললেন, তা অত্যন্ত নিন্দনীয়।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর