এনবিটিভি ডেস্ক, হুগলি: হুগলির আরামবাগ আল আলম মিশন পরিদর্শনে এসেছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি জনাব ওয়েজুল হক সাহেব (অন্যতম সদস্য, রাজ্য তৃণমূল কংগ্রেস নীতি নির্ধারণ কমিটি) ও দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেব (প্রাক্তন সংসদ, রাজ্যসভা)। সাথে ছিলেন আরামবাগের পৌর প্রসাশক স্বপন নন্দী, জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানা, তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায়, তিরল গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুর শুকুর, সিরাতের সম্পাদক আবু সিদ্দিক খান, সমাজসেবী সিয়ামত আলি, তৃণমূল নেতা শফিউল্লাহ খান, সফিকুল আলম, সেখ শাহানওয়াজ (রাজা), আবরার সাঈদী, আসগর ইমাম, আবু শাবির বেগ, হাফেজ সেখ জুলফিকার সহ বিশিষ্ট জনেরা ।
মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক মিশন ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।
মিশনের তরফ থেকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি জনাব ওয়েজুল হক সাহেব (অন্যতম সদস্য, রাজ্য তৃণমূল কংগ্রেস নীতি নির্ধারণ কমিটি) ও দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেব (প্রাক্তন সংসদ, রাজ্যসভা) কে সংবর্ধনা দেওয়া হয়। সমস্ত অতিথি বৃন্দ মিশনের পরিকাঠামো দেখে খুব খুশি হন। তাঁরা আগামী দিনে সবসময় মিশনের পাশে থাকার বার্তা দেন।