আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ আজ রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে তেঘড়ি গ্রামপঞ্চায়েতের মহালদারপাড়া গ্রামে রাবিয়া এডুকেশনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও নাসির শেখ ফ্যান ক্লাবের পরিচালনায় অসহায় দুঃস্থ, শীতার্ত মানুষদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান হয়। আজকের এই অনুষ্ঠানে তেঘড়ি গ্রামপঞ্চায়েতে মোট পাঁচশত জন অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন এই ট্রাস্টের ও ফ্যান ক্লাবের কর্ণধার নাসির শেখ ও সদস্য বৃন্দ|
নাসির শেখ জানান রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে প্রতিটি অঞ্চলে মোট পাঁচ হাজার জন অসহায় শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে শীতবস্ত্র। এছাড়াও তিনি জানান বিগত দিনে covid-19 ফলে মানুষ যখন বাড়ি থেকে বের হতে পারতেন না তখন এই ট্রাস্টের উদ্যোগে মোট ষোলো হাজার পরিবারকে বিনামূল্যে বাড়িতে গিয়ে ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও উক্ত ট্রাস্টের একনিষ্ঠ কর্মী ও ফ্যান ক্লাবের সদস্য রাজীব শেখ জানান আমরা শুধুমাত্র শীতবস্ত্র নয় প্রতিটি অসহায়, দুঃস্থ, মানুষদের পাশে সর্বদা আছি এবং আগামীতেও থাকবো। এছাড়াও উক্ত ট্রাস্টের সদস্য নুরুজ্জামান বাপি জানান, নাসির শেখ একজন সমাজসেবী, জনদরদী মানুষ তিনি কোনো রং দেখে কাজ করেন না, প্রতিটি ধর্মের মানুষের পাশে তিনি বহুদিন ধরে সমাজসেবার নিযুক্ত আছেন।