পুজোর আগে পুরসভার ভোট নয়, জানালো নির্বাচন কমিশন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201006-WA0055

নিউজ ডেক্স: কলকাতা–সহ রাজ্যের অধিকাংশ পুরবোর্ডের মেয়াদ ফুরিয়েছে। করোনা পরিস্থিতিতে পুর ভোটের আয়োজন নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। সোমবার নির্বাচনী প্যানেল সুপ্রিম কোর্টকে জানায়, দুর্গাপুজো, কালীপুজো শেষেই পশ্চিমবঙ্গে পুর ভোট করানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন (ডব্লুউবিএসইসি) শীর্ষ আদালতকে জানিয়েছে, রাজ্যের কোভিড পরিস্থিতি বর্তমানে পুর নির্বাচন আয়োজনের পক্ষে উপযুক্ত নয় এবং উৎসবের মরশুম পার হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ ডিসেম্বর।
উল্লেখ্য, ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপুজো এবং ১৪ নভেম্বর পড়েছে কালীপুজো। করোনা পরিস্থিতির জেরে রাজ্যের প্রায় ১১০টি পুরবোর্ডে নির্বাচন স্থগিত রয়েছে। কলকাতা পুরসভা–সহ ওই প্রতিটি পুরবোর্ডে জায়গায় প্রশাসনিক বোর্ড নিয়োগ করেছে রাজ্য সরকার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর