কেরালার কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী

লোকসভা নির্বাচনের জন্য কেরালার ওয়েনাড় কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বুধবার প্রিয়াঙ্কা গান্ধী, এআইসিসির সাধারণ সম্পাদক কে সি ভেনু গোপালসহ জেষ্ঠ্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

উল্লেখ্য, কেরালার ওয়েনাড় আসনের বর্তমান সাংসদ রাহুল গান্ধী। এই আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচন লড়ছেন তিনি।

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বুধবার সকালে হেলিকপ্টারে করে ওয়েনাড় শহরে পৌঁছান রাহুল। এ সময় কেলপাট্টা থেকে সিভিল স্টেশন পর্যন্ত রোড শো করেন তিনি। রোড শো শেষে রাহুল গান্ধী বলেন, ওয়েনাড়বাসীর সব সমস্যা সমাধানে তিনি পাশে ছিলেন ও থাকবেন। বিশেষত পার্বত্য অঞ্চলের জনগণের সমস্যাগুলো দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতে তিনি বদ্ধপরিকর।

এই আসনে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন ও সিপিআই নেতা অ্যানি রাজার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল গান্ধী। ২০১৯ সালে একই আসন থেকে সিপিআইয়ের পি পি সুনিরের বিপক্ষে চার লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করেছিলেন।

Latest articles

Related articles