রেল একটি পাবলিক ট্রান্সপোর্ট সিষ্টেম, সরকার বিক্রি করে দিতে চাইছে: ঋতব্রত বন্দোপাধ্যায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210829_183554

উজ্জ্বল দাস, আসানসোল:রেল একটা পাবলিক ট্রান্সপোর্ট সিষ্টেম,,এই পাবলিক ট্রান্সপোর্ট সিষ্টেমটাকে এই সরকার বিক্রি করে দিতে চাইছে, বললেন ঋতব্রত বন্দোপাধ্যায় ।রবিবার আসানসোলের কল্যাণপুরে দায়িত্ব নেওয়ার পরে প্রথম বৈঠক করেন তিনি ।জেলার শ্রমিক সংগঠনের সভাপতি হয়েছেন অভিজিত্ ঘটক ।

তার নেতৃত্বে এদিনের বৈঠকে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক ও স্থানীয় নেতৃত্বে উপস্থিত ছিলেন ।এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিতব্রত বাবু বলেন, জেলা সভাপতি অভিজিত্ ঘটকের নেত্বৃত্যে দুর্গাপুর এলয় স্টিল,বানপুর ইসকো, চিত্তরঞ্জন লোকোমোটিভ সহ বিভিন্ন আন্দোলনের রূপরেখা তৌরি করে আন্দোলন শুরু হবে।এছাড়া ইসিএলের কলিয়ারি বন্ধের সিন্ধ্যাত্বের বিষয়ে বলেন, এরা হচ্ছে জলসা ঘরের পুরানো জমিদারের মত।পুরান ঘটি বাটি যা আছে বিক্রি করে কোন রকমে চালাতে চাইছে। 2024 সালে এই সরকার কে সরিয়ে মমতা ব্যানার্জির নেত্বৃত্যে সরকার গঠনের কথা বলেন তিনি ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর