নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে রাজিব! সাধারণ মানুষ দেখালো কালো পতাকা

নিউজ ডেস্ক : নিজেকে নিজের এলাকায় অতিরিক্ত জনপ্রিয় দাবি করে ঘটা করে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা রাজীব বন্দোপাধ্যায়। কিন্তু বিজেপিতে যোগ দান করার পর যে তার জনপ্রিয়তা কতটা হ্রাস পেয়েছে তা তিনি টের পাননি বোধ হয় এখনো পর্যন্ত। তবে আজকে সন্ধ্যায় ডোমজুড় থেকে ফেরার পথে বহু মানুষের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাকে কালো পতাকা দেখানো হয়। শুধুমাত্র বিজেপিতে যোগদানের পুরস্কার হিসেবে মোদি সরকার এরাজ্যে অন্যান্য বিজেপি নেতাদের মতো রাজীবের ও নিরাপত্তার জন্য দেশের সাধারণ করদাতা দের টাকা ব্যয় করে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। তবে আজকে বিক্ষোভ এতটাই তীব্র ছিল যে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অবশেষে একটু নিয়ন্ত্রণে আসলেও আবার তিনি সাধারণের প্রতিবাদের মুখোমুখি হন।

শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ডোমজুড়ে এক কর্মীসভা থেকে ফেরার পথে সলপ বাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে ধরে বিশাল জনতা।  তারা কালো পতাকা(Black Flag) দেখায় রাজীবকে। ডোমজুড়ের গদ্দার বলেও কেউ কেউ চিত্কার করে ওঠেন। এনিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে বিধানসভা নির্বাচনে(WB Assembly Election 2021) বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার দিনই বিক্ষোভের মুখোমুখী হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)।

Latest articles

Related articles