রানীগঞ্জের তৃণমূল পঞ্চায়েতের বাড়িতে আগুন, দোষারোপ বিজেপিকে

এনবিটিভি ডেস্ক, রানীগঞ্জ: রানীগঞ্জের গির্জা পাড়া এলাকায় চার্চ বাংলা গির্জা পাড়ায় পুর পঞ্চায়েতের উপপ্রধান এর বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন রাত্রি এগারোটা নাগাদ এলাকার প্রতিবেশীরা লক্ষ্য করেন আগুন-জ্বলার বিষয়টি। অন্য সকলকে জানান দিয়ে বাড়ি মালিক কে খবর দিলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় রায় দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তৃণমূলের ওই উপ-প্রধানের দাবি তার বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই আগুন লাগিয়ে চলে গেছে। তিনি জানান দীর্ঘ কয়েক বছর ধরে এই বাড়িতেই তাদের গাড়ি গুলি পার্কিংয়ের ব্যবস্থা করেছিলেন তিনি। ইদানিং চাষ করে খড় আসায় সেই খড় জমা রাখেন ওই গাড়িগুলির পাশেই। সম্ভবত সেই খড়ে আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গাড়ি গুলিতে। এদিন ঘটনার বিষয়ে লক্ষ্য করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েকশো মানুষ ভিড় জমায়, এলাকায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে লাগাতার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে।

Latest articles

Related articles