পাকিস্তানি মুসলিমদের থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামের কোলে বিখ্যাত জার্মান ভ্লগার ক্রিস্টিয়ান বেজম্যান

নিউজ ডেস্ক : পাকিস্তানি মুসলিমদের থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন বিখ্যাত জার্মান ভ্লগার ক্রিস্টিয়ান বেজম্যান। ইউটিউবে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি তার ইসলাম গ্রহণের কথা নিজে মুখে ঘোষণা করেছেন।

ইনস্টাগ্রামে নিজের অসংখ্য ভক্তদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, আমি ডিসেম্বর মাসে আমার চ্যানেল চালু করি। আমি পাকিস্তানে এক বছর সময় অতিবাহিত করেছি। সেখানকার মানুষের থেকে শিখেছি ইসলামিক রীতিনীতি, মূল্যবোধ এবং মৌলিক বিষয়সমূহ, যা আমাকে ইসলামের প্রতি ব্যাপকভাবে আকর্ষিত করেছে। অবশেষে আমি ইসলামের টানে এই পথে যাত্রা শুরু করেছি।

তার এই ইসলাম গ্রহণের খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। তাকে ইসলামে স্বাগত জানান ইউটিউবে আরো বিখ্যাত সব মুসলিম ভ্লগাররা। অন্যদিকে বিভিন্ন মহল থেকে গুজব ছড়িয়েছে, তিনি নাকি বিয়ে করতে চলেছেন পাকিস্তানি বিউটিশিয়ান জোয়া নাসিরকে।

ভ্লগারদের মধ্যে ইসলাম গ্রহণের এটি প্রথম ঘটনা নয়। ইতিমধ্যে কানাডার বিখ্যাত ভ্লগার রোশিয়ে গাব্রিয়েল ইসলাম গ্রহণ করেছিলেন।

Latest articles

Related articles