RSS দালাল ওয়াসিম রিজভীকে ফতোয়া দিয়ে শিয়া সম্প্রদায় থেকে বাদ দিলেন ইরাকের বিখ্যাত আলেম আয়াতুল্লাহ সিস্তানি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

66825012

নিউজ ডেস্ক : রাম মন্দির তৈরি করা করার জন্য বহু দিন সংগ্রাম করা থেকে রাম মন্দির তৈরির জন্য রুপোর ইঁট দান করা। মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় এমন জঘন্য কুরুচিকর মন্তব্য করা থেকে ভারতে মুসলিমদের বিরুদ্ধে আরএসএস এবং বিজেপির নেওয়া প্রত্যেকটি পদক্ষেপের সম্মুখভাগে এসে সমর্থন প্রদান করা ব্যক্তি উত্তর প্রদেশের শিয়া ওয়াকোফ বোর্ডের প্রেসিডেন্ট ওয়াশিম রিজভী। বহুদিন তিনি উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন। তবে তার মুসলিম এবং ইসলাম বিরোধী কর্মকান্ডের জন্য অনেক আগেই সুন্নীরা তাকে বয়কট করে সামাজিকভাবে। এবার ইরাকের বিখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আল সিস্তানি ওয়াসিম রিজভীকে শিয়াদের অন্তর্ভুক্ত নয় বলে ফাতোয়া প্রদান করলেন।

তার রাম মন্দিরের ব্যাপারে ইসলাম বিরোধী অবস্থানের কারণে তাকে শিয়া গোষ্ঠী থেকে বহিস্কার করার কথা তিনি ঘোষণা করেন। আবার লখনৌ এর বিখ্যাত শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ জুমাবার জানিয়েছেন, তিনি আর আমাদের কেউ নন। তাকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের ঘোষণা করেছি। ওয়াসিম রিজভী কোনো মুসলিম নয় বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য এই নিকৃষ্ট দালাল বার বার মুসলিমদের মধ্যে বিভেদের বীজ বপন করে মুসলিমদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাধানোর চেষ্টা করেছেন। তিনি বার বার ইসলামকে কালিমালিপ্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন আরএসএস এর ইশারায় যার কারণে বহুদিন আগে সুন্নি আলেমরা তাকে মুসলিম সম্প্রদায় থেকে বাদ দেওয়ার ফতোয়া প্রদান করেছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর