গাজোল থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গাজোল এলাকায়। স্থানীয় শ্যাম সুখী হাই স্কুলের ছাত্রীদের নিয়ে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ গাজোল থানার পুলিশের। হেলমেটবিহীন চালকদের রাস্তায় থামিয়ে চকলেট দিয়ে হাত জোড় করে মোটরবাইক চালানোর ক্ষেত্রে সচেতন করলো পুলিশ।
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিটি শুক্রবার একটি মিছিলের মধ্য দিয়ে শুরু করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার একটি হাইস্কুলের পড়ুয়ারা। এছাড়াও উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি রণবীর বাগ, মেজবাবু অনিমেষ সমাজপতি সহ অন্যান্যরা।