আসামে মুসলিম অত্যাচারের প্রতিবাদে সভা মুর্শিদাবাদের সাগরদীঘিতে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20211002-WA0011

অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিলের সাগরদিঘী ব্লক কমিটির উদ্যোগে আসামে দরং জেলায় বৃহৎ শিব মন্দির নির্মাণের লক্ষ্যে সম্পূর্ণ অন্যায়ভাবে আসামের মুসলমানদের তাদের ভিটে থেকে উচ্ছেদ ও উত্তরপ্রদেশের বিশিষ্ট আলেম ও দাঈ মাওলানা ওমর গৌতম ও মাওলানা কালিম সিদ্দিকী কে অন্যায় ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের রতনপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন,  অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাওলানা আব্দুত তাওয়াব, মাওলানা আব্দুল খালেক, মাওলানা ইমতিয়াজ শেখ, মাওলানা আশরাফ আলী, মাওলানা একলাল শেখ, মাওলানা রবিউল ইসলাম প্রমূখ। প্রতিবাদ সভায় দাবি ওঠে উত্তরপ্রদেশে গ্রেপ্তারকৃত মাওলানা ওমর গৌতম ও মাওলানা কালিম সিদ্দিকী কে অবিলম্বে মুক্তি দিতে হবে। সেইসাথে আসামের দরং জেলার মুসলমানদের অন্যায় ভাবে উচ্ছেদ বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মসজিদ ও মাদ্রাসা সম্পূর্ণ সরকারি খরচে নির্মাণ করতে হবে।

এই দিনের সভা থেকে আরও দাবি উঠে পশ্চিমবাংলায় অত্যাচারিত পুলিশকর্মী সুরাপ হোসেনকে ন্যায় বিচার দিতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসারকে বরখাস্ত করতে হবে। সেইসাথে পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে বেড়ে চলা মব লিঞ্চিং বন্ধ করার লক্ষ্যে ও বাংলার সম্প্রীতি রক্ষার্থে অভিযুক্তদের পুলিশ প্রশাসনকে কঠোরভাবে দমন করতে হবে। আজকের প্রতিবাদ সভায় পার্শ্ববর্তী এলাকার কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর