রিপাবলিক টিভির সমস্ত কর্মীকে পুলিশের গ্রেফতারির হাত থেকে সুরক্ষা দেওয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

মহারাষ্ট্র পুলিশ এর সবরকম তৎপরতার হাত থেকে রিপাবলিক টিভি সমস্ত কর্মীকে সুরক্ষা দেওয়ার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।গতকাল সুপ্রিম কোর্টে এই মর্মে ARG মিডিয়া outlier এর একটি আবেদন জমা পড়লে সুপ্রিম কোর্টের বিচারক ডি ওয়াই চন্দ্র সুদের নেতৃত্বাধীন বেঞ্চ তা আর্জি খারিজ করে দেয়।

উল্লেখ্য রিপাবলিক টিভি অসৎ ভাবে নিজেদের চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য এবং তাদের চিফ এডিটর অর্ণব গোস্বামী ২০১৮ সালের এক ব্যাক্তিকে সুইসাইড করতে প্ররোচিত করার অভিযোগের কারণে মহারাষ্ট্র পুলিশের নজরে রয়েছে। কিছুদিন আগে রিপাবলিক টিভি চিফ এডিটর অর্ণব গোস্বামী কে মহারাষ্ট্র পুলিশ ২০১৮ সালের আত্মহত্যায় প্ররোচনার সেই মামলায় গ্রেপ্তার করে। সুপ্রিমকোর্টের হস্তক্ষেপে আপাতত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত রয়েছেন অর্ণব গোস্বামী। এই অবস্থায় রিপাবলিক টিভির অন্যান্য অনেকের বিরুদ্ধে ও তদন্ত চালিয়ে যাচ্ছে মহারাষ্ট্র পুলিশ এবং তাদের মধ্যে অনেকে মহারাষ্ট্র পুলিশ প্রায়শই জেরার মুখোমুখি হচ্ছে।এদিন রিপাবলিক টিভির তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় যে তাদের সমস্ত কর্মীর বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশ যে সমস্ত এফআইআর গুলি দায়ের করেছে তা থেকে তাদের কর্মীদের সুরক্ষা প্রদান করা হোক অথবা এই কেস গুলো সিবিআই এর কাছে তদন্তের জন্য হস্তান্তর করুক।কিন্তু সুপ্রিম কোর্টে এই আবেদন নাকচ হয়ে যাওয়ায় এটা একটা বড়ো ধাক্কা রিপাবলিক টিভির জন্য।

Latest articles

Related articles