সুরজিত দাস, নদীয়াঃ শিক্ষার্থী এবং অভিভাবকদের দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে এবার বিজ্ঞান বিভাগ চালু হলো নদীয়ার শান্তিপুর সুত্রাগড় উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেইসঙ্গে ভূগোল এবং দর্শন নথিভূক্ত হল স্কুলে। স্বাভাবিকভাবেই খুশি স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। উল্লেখ্য দীর্ঘদিন ধরে শান্তিপুর সুত্রাগড় উচ্চ বিদ্যালয় কলা বিভাগ চালু ছিল। বিজ্ঞান বিভাগ না থাকার কারণে মাধ্যমিক পাস করে মেধাবী শিক্ষার্থীরা অন্য স্কুলে ভর্তি হতো। সে ক্ষেত্রে সূত্রাগড় এলাকায় অন্য কোন বিজ্ঞান বিভাগের স্কুল না থাকার কারণে বাড়ি থেকে অনেক দূরে পাড়ি দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা করতে হতো। একদিকে ছাত্র-ছাত্রীদের দীর্ঘ রাস্তা যাতায়াতের কারণে যেমন সময় ব্যয় হতো তেমনি নিরাপত্তা সমস্যায় ভুগতো অভিভাবকরা। সেই কারণেই অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে ওই স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করা যায়। মূলত সেই কথা মাথায় রেখেই ওই বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি উদ্যোগের শান্তিপুর বিধায়কের সহায়তায় দ্রুত বিজ্ঞান বিভাগ চালু হলো বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আমরা যথেষ্ট খুশি এইরকম উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আশা করছি যে সমস্ত মেধা ছাত্রীরা বিজ্ঞান বিভাগ নিয়ে স্কুলে ভর্তি হবে তাদের যথোপযুক্ত পরিষেবা এবং গাইড দিতে পারব। বিদ্যালয়ের সভাপতি কিন্নর সেন বলেন, দীর্ঘদিনের অভিভাবকদের একটি চাহিদা ছিল সেই চাহিদা বিধায়ক এর কাছে বলার পর তিনি শিক্ষা দপ্তরের এ বিষয়ে প্রস্তাব জানিয়ে দ্রুত বিজ্ঞান বিভাগ চালু করার ব্যবস্থা নিয়েছেন। আগামী দিনে আরো অনেকগুলি প্রকল্প রয়েছে এ বিদ্যালয় উন্নয়নের লক্ষ্যে।