সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া রানীনগর এবং সামশেরগঞ্জ বিধানসভার প্রার্থী ঘোষণা করল। ধুলিয়ানে একটি কোন সম্মেলনের মধ্য দিয়ে আজকে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন আলাউদ্দিন শেখ এবং রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক সাহের আলম।
এই দুই কেন্দ্র ছাড়াও আরো চারটি কেন্দ্র থেকে এসডিপিআই লড়াই করবে বলে জানা গেছে। বাকি চারটি কেন্দ্র হল লালগোলা, সাগরদিঘী, রঘুনাথগঞ্জ ও সুজাপুর।
লালগোলা থেকে সম্ভাব্য প্রার্থী পার্টির রাজ্য কমিটির সদস্য নাজমা কয়াল, সাগরদিঘী থেকে সম্ভাব্য প্রার্থী আব্দুর তাওয়াব এবং রঘুনাথগঞ্জ থেকে সম্ভাব্য প্রার্থী জাকির হোসেন, সুজাপুর থেকে প্রার্থী হতে পারেন বদরুল শেখ।