ভাঙড়ে আক্রান্ত মীর ওমর ফারুক এর সাথে দেখা করল এসডিপিআই-এর প্রতিনিধিদল

গত শুক্রবার রাতে আরএসএস সদস্যদের হাতে আক্রান্ত হয়েছিল মীর ওমর ফারুক নামে এক ২৩ বছরের যুবক। ভাঙড়ের এই আক্রান্ত যুবকের অভিযোগ, শুক্রবার রাতে গাড়ি নিয়ে ফিরছিল, তখনি তার পাশের গ্রামের কিছু লোক তার গাড়ী দাড় করিয়ে গরু চুরির অপবাদ দিয়ে তাকে বাশ এবং রড দিয়ে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করার চেষ্টা করে।

এরপরেই আজ রবিবার এসডিপিআই একটি প্রতিনিধি দল সেই আক্রান্ত যুবকের সাথে দেখা করে। আক্রান্ত যুবক মীর ওমর ফারুকের সাথে দেখা করে তাঁকে যাবতীয় আইনী সহায়তার আশ্বাস দেয়।

এসডিপিআই-এর রাজ্য সম্পাদক এ কে এম গোলাম মোরতোজা বলেন, “দক্ষিণ ২৪ পরগনায় আর এস এস- এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। প্রথমে বাসন্তীতে পিটিয়ে খুন, তারপর ক্যানিঙয়ে এক মুসলিম যুবককে মিথ্যা অভিযোগে গণপ্রহার এবং ভাঙড়েও একই ঘটনা ঘটিয়েছে তারা। তারা রাজ্যে আতঙ্ক ছড়াতে চাইছে। কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এ ব্যাপারে কোনরকম হস্তক্ষেপ করছে না। যা আমাদের জন্য অত্যন্ত বেদনার। এই ঘটনা বার বার ঘটছে তাই রাজ্যবাসীর কাছে আবেদন যেন সমস্ত মানুষ এর বিরুদ্ধে আওয়াজ তোলেন।“

Latest articles

Related articles