উত্তর প্রদেশের লখিমপুরে কৃষককে নির্মমভাবে হত্যার প্রতিবাদ সভা SDPI-এর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-10-06 at 7.37.47 PM

এনবিটিভি ডেস্ক : আজ  ৬-অক্টোবর, উত্তর প্রদেশের লখিমপুরে কৃষক স্বার্থ বিরোধী আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র ও তার ছেলে আশিষ মিশ্র গাড়ি চালিয়ে ৯ জন কৃষককে নির্মমভাবে হত্যা করে।এরই প্রতিবাদে সুতির মহেশাইলের সাহাপাড়া মোড়ে SDPI সুতি বিধানসভা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় বক্তব্য রাখেন SDPI সুতি বিধানসভা কমিটির সভাপতি এস এম সেম্ফুল, সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি রবিউল আলম, প্রাক্তন জেলা সম্পাদক মহাম্মদ রাকিম সেখ, সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সম্পাদক নুরুল ইসলাম ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ধুলিয়ান সাবডিভিশন কমিটির সম্পাদক ডাঃ ইউসুফ আলী মহাশয়। বক্তারা কেন্দ্রের কৃষক স্বার্থ বিরোধী আইন বাতিল করার দাবি তোলেন এবং কৃষক হত্যাকারী কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র ও তার ছেলে আশিষ কুমার মিশ্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে জোড়ালো দাবি তোলেন। পথসভায় প্রায় একশোজন মানুষ ধৈর্য্য সহকারে শোনেন এবং SDPIএর ন্যায্য দাবিকে সমর্থন করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর