এক সপ্তাহে দ্বিতীয়বার হামলা জেইনাব দরগায়

এনবিটিভি, ওয়েব ডেস্ক: এক সপ্তাহে দ্বিতীয়বার হামলা জেইনাব দরগায়। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় বেশ কয়েকজনের। মঙ্গলবারও এই দরগাতেই বিস্ফোরণে আহত হন দুই ব্যক্তি। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

জানা গিয়েছে, দরগার সামনেই একটি গাড়ি দাঁড়িয়েছিল। আচমকাই বিস্ফোরণে ফেটে পড়ে গাড়িটি। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিস্ফোরণের শব্দ পেয়েছেন তাঁরা।

সিরিয়ার সরকারি মিডিয়ার তরফে জানা গিয়েছে, বিস্ফোরণে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।

Latest articles

Related articles