এনবিটিভি ডেস্ক, আসানসোল: আসানসোল স্টেশন সংলগ্ন বাসুকিনাথ সেবা সমিতির এক অনুঠানে যোগদান করেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সাথে ছিল তার স্ত্রী ও কন্যা। এই অনুষ্ঠানে নিজের হাতে করে দুঃস্থ মানুষদের খাবার বিতরণ করার পাশাপাশি কম্বল বিতরণ করেন। এর পর গরু পাচার কাণ্ডে তৃণমূলের যুব সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়িতে সি বি আই হানা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন যে এটা হবার ছিল, ভাইপো মানে অভিষেক ব্যানার্জী গরু, কয়লা, লোহার টাকায় কলকাতায় যে মহল বানিয়েছে তার মিডিল ম্যানের কাজ করতো এই বিনয় মিশ্র। গত কয়েক বছর ধরে কয়লা মাফিয়াদের নিয়ে রিসার্চ করার পাশাপাশি সমস্ত তথ্য এমনকি অধিকারিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে মাননীয় সারাষ্ট্রমন্ত্রী অমিত শাহজীর কাছে জমা করেছি। এই জন্য আমাকে বারবার মোবাইল নম্বর চেঞ্জ করতে হয়, কারণ আমার কাছে প্রচুর ধমকি এসেছে।
Related articles