SFI ও DYFI এর ছাত্র ও যুবদের উদ্যোগে ইলামবাজার লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির

এনবি টিভি : করোনা এখন বলতে গোটা পৃথিবীর মূল জিনিসগুলিই বদলে ফেলেছে। নিজের প্রাণের তাগিদে সবাই আজ গৃহবন্দী। স্কুল, কলেজ কর্মক্ষেত্রে সব জায়গায় এখনো মানুষের আনাগোনা স্বাভাবিক হয়নি। আর এরমধ্যে করোনার প্রকোপে সম্প্রতি রক্তদান শিবির প্রায় বন্ধ। চারিদিকে রক্তের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে হাহাকার।এইরকম পরিস্হিতিতে রাজ্যজুড়ে
রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছে SFI ও DYFI। রক্ত এমনই একটা প্রয়োজনীয় জিনিস যা পয়সার বিনিময়েও সব সময় মেলেনা। আর এরমধ্যে SFI ও DYFI ইলামবাজার লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।প্রায় ৩০ জন এই শিবিরে রক্তদান করেন।রক্তদাতাদের হাতে শুভেচ্ছা স্বরুপ সবুজের বার্তা দিয়ে একটা করে চারা গাছ তুলে দেন নেতৃবৃন্দ। এভাবেই সুন্দর নিয়মের মধ্যে দিয়ে হয় রক্তদান শিবির। আর এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কামাল উদ্দিন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অন্নপূর্ণা মূখার্জী,গণআন্দোলনের নেতা গৌতম ঘোষ,SFI বীরভূম জেলা কমিটির সম্পাদক ওয়াসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আরও অনেকে। সবাই মিলিয়ে নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে সফল হয়ে রক্তদান শিবির।

Latest articles

Related articles