পাবজি গেমে মত্ত শালবনীর যুবক কে আছাড় মারলো হাতি

আব্দুস সামাদ মন্ডল,এনবিটিভি,পশ্চিম মেদিনীপুর: পাবজি গেমে মত্ত শালবনীর যুবক কে আছাড় মারলো হাতি
গ্রামেরই জঙ্গল লাগোয়া এক রাস্তার ধারে বসে মোবাইলে পাবজি গেমে মশগুল এক যুবক হাতির আক্রমণে প্রাণ হারালো এক যুবক৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর আমজোড় গ্রামে।
আহত ওই যুবকের নাম রথীন মান্না (১৮)।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পিড়াকাটা বনাঞ্চলের অন্তর্গত আমজোড়ের জঙ্গলে কয়েকদিন ধরেই হাতি আস্তানা গেড়েছিল। সন্ধ্যে হলেই হাতির পাল গ্রামের মাঠে বেরিয়ে পড়ছে খাদ্যের সন্ধানে। মঙ্গলবার আহত ওই যুবক জঙ্গলে হাতির উপস্থিতি জানা সত্ত্বেও জঙ্গল লাগোয়া গ্রামের এক রাস্তার ধারে বসে মোবাইলে পাবজি গেম খেলছিল।

পাবজি গেমে এতোটাই মশগুল হয়ে পড়েছিল যে বিকেল ছাড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তার কোনো হুঁশ ছিল না। ঠিক তখনই জঙ্গল থেকে একটি হাতি খাদ্যের সন্ধানে গ্রামের উদ্দ্যেশ্যে রওনা দেয়।

এবং মোবাইলে গেমে মত্ত থাকা রথীন কে সামনে পড়ে যায়। হাতিটি তাকে শুঁড়ে প্যাচিয়ে ছুঁড়ে মারা । তার চিৎকারে স্থানীয়রা গিয়ে হাতিকে তাড়িয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেদিনীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

Latest articles

Related articles