সুরজিৎ দাস,নদীয়া, এনবিটিভি: শান্তিপুর পৌরসভার দুটি ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারীদের দল থেকে বহিস্কৃত করল তৃণমূল।
জানা গিয়েছে, শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারী ছিলেন অমল মন্ডল এবং শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারী ছিলেন শ্যামল মাহাতো। শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনের প্রার্থী ঘোষনা হতেই ওই দুই পদাধিকারের নাম না থাকায়, তৃণমূল ছেড়ে নির্দল প্রার্থী হিসাবে জোড়া পাতা চিহ্নে দাঁড়িয়েছেন এরপর শুরু হয় তৃণমূলের ভেতরে তীব্র জল্পনা।
গতকাল রানাঘাট নজরুল মঞ্চে প্রত্যেক তৃণমূল প্রার্থীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা করেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল জেলা সভাপতি রত্না ঘোষ কর, সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
সেখানেই শান্তিপুরের দুটি ওয়ার্ডের দুই তৃণমূলের পদাধিকারী তৃণমূল কর্মী কে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। এই ব্যাপারে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, “দলে থেকে নির্দলে গিয়ে দল কে অপমান করেছে ওই দুই তৃণমূল কর্মী, সেই কারণে দলের শীর্ষ নেতৃত্বরা তাদের দল থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন।”
তবে এই ব্যাপারে এখনও মুখ খোলেননি তৃনমূলের প্রাক্তন দুই পদাধিকারী।