নিউজ ডেস্ক : আজ, শুক্রবারই বিধানয়সভায় পদত্যাপপত্র জমা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। খবর তৃণমূল কংগ্রেস সূত্রে। শোভনদেব চট্টোপাধ্যায় নিজের কেন্দ্র রাসবিহারী ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হন সদ্যসমাপ্ত নির্বাচনে। এই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী ও হয়েছিলেন তিনি। তার পদত্যাগের পর এই কেন্দ্র থেকেই প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।
উল্লেখ্য নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় এবারে শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জয়ী হওয়ার পর ও বিতর্কিত ভাবে কমিশন শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ৬ মাসের মধ্যে অন্য কোনো বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে আসতে হবে। যদিও মনে করা হচ্ছিল রাজ্যে বাকি ৫ বিধানসভা আসনে যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেগুলোর কোনো একটায় দাঁড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার দেখা গেল তিনি নিজের কেন্দ্র থেকেই আবার বিজয়ী হতে চাইছেন। অন্যদিকে মন্ত্রিসভা বিধান পরিষদ তৈরির পথেও উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে। বিধান পরিষদ তৈরি হলে মুখ্যমন্ত্রী কোনো বিধানসভা আসনে বিজয়ী না হয়েও মুখ্যমন্ত্রী পদে থাকতে পারতেন। তবে বিধান পরিষদ গঠনের প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ হওয়ায় শাসক দলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।