সুরজিৎ দাস, এনবিটিভি ডেস্ক:শুভেন্দুর নির্বাচনী প্রচারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শুভেন্দু কে ধাক্কা মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে স্লোগান বিজেপি কর্মীদের। উত্তপ্ত নদীয়ার চাকদহ।
জানা যায়, নদীয়ার চাকদহে নির্বাচনী প্রচারে আসেন ব্রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রথমে তিনি একটি জনসভা করেন। জনসভা শেষে যখন তিনি রাস্তা দিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচার করেছিলেন ঠিক তখনই পুলিশ শুভেন্দু কে আটকে দেয় বলে অভিযোগ। এরপরে কেন তাকে আটকানো হল এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন,পুলিশ তাকে ধাক্কা মেরেছে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে চাকদহ। রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। শুভেন্দু অধিকারী নিজে স্লোগান দিতে থাকে, “পুলিশ তুমি উর্দ্দি ছাড়ো তৃণমূলের ঝাণ্ডা ধরো”।