আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220222_165308

রঙ্গিলা খাতুন,মুর্শিদাবাদ: গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছিলেন মুর্শিদাবাদের সালার থানার বাবলা গ্রামের যুবক আবুল বরকত।

21 শে ফেব্রুয়ারি সোমবার সকালে শহীদ বরকতের জন্মভিটে সালারের বাবলা গ্রামে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ আজকের কর্মসূচীতে শহীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলন করলেন।
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, “পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এই বাবলা গ্রামের যুবক বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন। এই গ্রামে আসতে পারাটা আমার কাছে খুবই গর্বের বিষয়”।

এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও বহরমপুর-মুর্শিদাবাদ জেলার যুব-তৃণমূল সভাপতি আনারুল ইসলাম আনির।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর