
ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দিল্লিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আন্দোলনে সংহতি প্রকাশ করতে আজ ১০ – মার্চ মুসলিম সংগঠনগুলি কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিল। ধরনা ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মহাম্মদ সেলিম, বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ, তারিকুল আনোয়ার সহ পার্সোনাল ল’ বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য মাওলানা আবু তালিব রহমানি, সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান, আহলে হাদিসের জেনারেল সেক্রেটারি মাওলানা মারুফ সালাফি, জমিয়তে উলামায়ে হিন্দের মাওলানা সামসুদ্দিন প্রমুখ।

সংগঠনগুলির তরফ থেকে অবস্থান মঞ্চে বিল পাস করে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া রুখতে বিরোধী দলগুলি যাতে পার্লামেন্টে ওয়াক-আউট না করে সেই দাবিও তোলা হয়েছে। আগামী ১৩ মার্চ দিল্লির যন্তরমন্তরে পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনেও যোগ দেবেন রাজ্যের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।