হজযাত্রায় গিয়ে সৌদি আরবে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১৭ জন বাংলাদেশি

এনবিটিভি, ওয়েব ডেস্ক: হজযাত্রায় গিয়ে সৌদি আরবে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১৭ জন বাংলাদেশি। এঁদের মধ্যে ৯১ জন পুরুষ এবং নারী ২৬ জন।

ধর্ম মন্ত্রণালয়ের তরফে সর্বশেষ যে হজ বুলেটিন দেওয়া হয়েছে, তাতে জানা যাচ্ছে মক্কায় ৯৫ জন, মদিনায় ৮, মিনায় ৯, আরাফাতে ২, জেদ্দায় ২ এবং মুজদালিফায় ১ জন হজযাত্রী এখনও পর্যন্ত মারা  গিয়েছেন।

Latest articles

Related articles