সাজানো মিথ্যা মামলায় খালাস পেয়েছেন সম্পাদক ও প্রকাশক মোঃ আলী জিন্নাহ রাজিব

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

SAVE_20201106_155803

 

শরিফুল ইসলাম সৌরভ!!
ভোলা জেলা প্রতিনিধি :
ভোলায় মাদকের আইনে দায়ের করা মিথ্যা মামলার অভিযোগ থেকে খালাস পেয়েছেন ভোলা

জেলার জনপ্রিয় পএিকা দৈনিক ভোলা টাইমস পএিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব)।

গত (০১ নভেম্বর ) রবিবার ভোলা সদর চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল্লাহ এ আদেশ দেন।

এ্যাডভোকেট মোঃ ইসতিয়াক বাপ্পী ও দৈনিক ভোলা টাইমস পএিকার আইন বিষয়ক উপদেস্টা এডভোকেট লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

দৈনিক ভোলা টাইমস পএিকায় আলীনগর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী মহিউদ্দিন কে নিয়ে করা

অনুসন্ধানী একটি সংবাদ প্রকাশের কিছুদিনপর র‌্যাব-৮ এর অভিযানে ১০০পিছ মাদকদ্রব্য ইয়াবা সহ আটক হন মহিউদ্দিন ।

পএিকায় ছবিসহ সংবাদ প্রকাশ কে কেন্দ্র করে ভোলাটাইমস পএিকার প্রকাশক ও সম্পাদক

মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব) কে মামলায় ফাঁসাতে ও সামাজিকভাবে হেয় করতে মহিউদ্দিন তার মাদক ব্যবসায়ে সম্পৃক্ত থাকার মিথ্যা

স্বীকারুক্তিতে দেন র‌্যাবের কাছে।

এরই সূএ ধরে গত ১৭ই মার্চ ২০১৮ইং তারিখে মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব) যখন ঢাকায় অবস্থানরত তখন তার

নামটি মাদক মামলার অন্তর্ভুক্ত করে র‌্যাব। টানা এক বছরেরও বেশী সময় ধরে মিথ্যা মাদক মামলার হাজিরা দেন সাংবাদিক মোঃ আলি জিন্নাহ রাজিব।

অবশেষে মামলাটির সকল তদন্ত শেষে গতকাল রবিবার বিচারিক আদালতে শুনানীর পরে মাদক আইনে করা মিথ্যা মামলার

অভিযোগ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব) কে অব্যাহতি দিয়েছেন বিজ্ঞ আদালত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর