এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা, আসানসোল: রাজ্য প্রশাসনের নির্দেশে সপ্তাহিক লকডাউনের দ্বিতীয় পর্যায় আগস্ট মাসের প্রথম লকডাউন সকাল থেকে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি, গাড়ি চেকিং ও অযথা গাড়ি নিয়ে ঘুরলে গাড়িদাড় করিয়ে সঠিক প্রমাণ পত্র দেখে তারপরই গাড়ি ছাড়া হচ্ছে! এমন চিত্র দেখা গেল আসানসোল বাস স্ট্যান্ড সংলগ্ন হট্টন রোড মোড় জি টি রোডএ৷