এনবিটিভি ডেস্ক: মুর্শিদাবাদের সামসেরগঞ্জের হিরানন্দপুর ধানঘরা এলাকার মানুষ আজ বড় অসহায় এই গ্রাসীনি গঙ্গা নদীর ভাঙ্গনে৷ এদিকে করোনা ভাইরাসের প্রকোপে মানুষ দিশেহারা হাতে নেই অর্থ, সেই দিককে চিন্তা ভাবনা করে ধুলিয়ান কাকুরিয়ার এক স্বেচ্ছাসেবী সংগঠন সরল পথ এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় ৷ মঙ্গলবার সকাল ১১টা থেকে এই ক্যাম্প চলে বিকেল ৫টা পর্যন্ত৷ প্রায় ৬০০এর মত রুগী দেখেন ডাক্তার বাবুরা৷ N.G.O প্রেসিডেন্ট মোঃ জামাল শেখ জানান তিনারা আগামী দিনে আরো বড় ধরনের উদ্যোগ নিবেন ও ধানঘরা নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবেন।
Popular Categories