অন্তর্বাস না খুলেলে নিট পরীক্ষায় বসতে বসতে পারবেন না ছাত্রীরা, নরকীয় অভিজ্ঞতার শিকার বেশ কয়েক তরুণী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

REPRESENTATIVE IMAGE
REPRESENTATIVE IMAGE

নিট (NEET) এর পরীক্ষার হলে ঢোকার আগে মহিলা পরীক্ষার্থীদের খুলতে হবে অন্তর্বাস। না হয় ঢুকতে দেওয়া হবে না পরীক্ষার সেন্টারে। ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন বেশ কয়েক তরুণী।

অভিযোগ, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কেরলের কোল্লমের এক বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।১৭ বছরের এক তরুণী পরীক্ষার্থীর বাবা প্রতিষ্ঠানটির বিরুদ্ধেই মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য,তাঁর মেয়ে প্রথম বার নিট পরীক্ষা দিয়ে গিয়েছিলেন। ক্লাস ৮ থেকে প্রস্তুতি নেওয়ায়,পরীক্ষায় খুব ভালো ফল হবে বলে আশাও করেছিলেন তারা।

কিন্তু পরীক্ষা দেওয়ার পূর্বেই এই নরকীয় অভিজ্ঞতা শিকার হবে, স্বপ্নেও কল্পনা করেন নি তারা। পরীক্ষার্থীর বাবার দাবি, মেয়ে এখনও সেই ভয়াবহ অভিজ্ঞতাকে মন থেকে সরাতে পারছে না।

তিনি আরও বলেন,নিট পরীক্ষায় বসার জন্য যে রকম পোশাকের কথা নির্দেশে লেখা ছিল, তা-ই পরেছিল তাঁর মেয়ে।কিন্তু সেখানে অন্তর্বাসের কোনও রকম উল্লেখ ছিল না।

শুধু তার মেয়ে না উপস্থিত থাকা সকল পরীক্ষার্থীর এর অন্তর্বাস খুলে পরীক্ষা দিতে বসার অভিযোগ ওঠে।

পুলিশ সূত্রে দাবি,যদিও প্রতিষ্ঠান টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে পুরো ঘটনাটি ক্ষতিয়ে দেখছে পুলিশ। তারপরেই কিছু বলা সম্ভব হবে।

সেই মেয়েটি-সহ বাকি সকলে টানা তিন ঘণ্টা ধরে পরীক্ষা দিতে হয়েছে অন্তর্বাস না পরে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর