বেশকিছু দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20211001-WA0109

এনবিটিভি ডেস্ক: তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই জারি থাকবে। তাঁদের শিরা উপশিরায় আন্দোলনের রক্ত প্রবাহিত। রক্ত নিলে রক্ত নিতে পারে, তবুও তাঁদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি তাঁদের পূর্ণ হোক। বেশ কিছু দাবি নিয়ে এভাবেই প্রতিবাদ করতে দেখা গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। আন্দোলন জারি রাখতে শুক্রবার বেলা ২ টায় পার্কসার্কাস ক্যাম্পাসে প্ল্যাকার্ট হাতে একটি ডেমোস্ট্রেশন করেন তাঁরা। এরপরে তাঁরা সোমবার থেকে অবস্থান বিক্ষোভে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সাজিদুর রহমান , কাজী মিনহাজ, মিরাজুল ইসলাম, সুরাইয়া পারভিন , রুসিয়া মন্ডলরা।

 

তবে কি তাঁদের দাবি?

১. সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না
৩. বিশ্ববিদ্যালয়ের জমিতে অবিলম্বে হোস্টেল ও খেলার মাঠ নির্মাণ করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে।
৫.বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি মুকুব করতে হবে।
৬. ৪ মাস নিরাপত্তা কর্মীদের বেতন বন্ধ কেন ? জবাব চান তাঁরা
৭.ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা আটকে কেন?  তারও জবাব চেয়েছেন সংখ্যালঘু দফতরের কাছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর