প্রেমিকার বাড়িতে ছয় জনকে মেরে আত্মঘাতী প্রেমিক

কয়েক মাস আগেই আমেরিকার ফেডএক্স অফিসের সামনে হয় বন্দুকবাজের হামলা। হামলায় মৃত অনেকেই। চিন্তার ঘাম বাইডেন প্রশাসনের কপালে। এবার আমেরিকার কলোরাডোয় এক প্রেমিক বন্দুকবাজের হামলায় প্রমিকার বাড়ির জন্মদিনের পার্টিতে ৬ জনের মৃত্যু। ৬ জনকে মারার পর প্রেমিক যুবক নিজেও আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনার কারণ প্রেমঘটিত।

গোটা ঘটনার তদন্ত করে দেখছেন কলোরাডো স্প্রিং পুলিশ। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করেন।

এই ঘটনা প্রসঙ্গে কলোরাডো স্প্রিং পুলিশের এক আধিকারিক জানান যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। জন্মদিনের পার্টিতে ঢুকে এরকম হামলা আগে ঘটেনি। যদিও মার্কিন মুলুকে প্রায়ই বন্দুকবাজের হামলায় মৃত্যু হচ্ছে মানুষের।

Latest articles

Related articles