বাংলায় রামনবমী ঘিরে অশান্তি: এনআইএ তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট

এনবিটিভি, ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য। বাংলায় রামনবমী ঘিরে অশান্তিতে এনআইএ তদন্ত বহাল রাখলো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানায়, সংবিধানে অনুযায়ী এসমস্ত ক্ষেত্রে কেন্দ্র স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে।

ঘটনাটি কি?

উল্লেখ্য, রামনবমী মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা। সিবিআই তদন্তের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও রাজ্যের বক্তব্য, এই ঘটনায় কেন্ত্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রয়োজন নেই।

পরে এনআইএ তদন্তের রায় দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য।

Latest articles

Related articles