রামদেবকে তলব করেছেন সুপ্রিম কোর্ট

আদালত অবমাননার অভিযোগে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার কর্ণধার যোগগুরু রামদেবকে তলব করেছেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এ আদেশ দেন। পরবর্তী শুনানিতে রামদেব ও তাঁর সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণকে আদালতে সশরীর হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে গত মাসে আদালত অবমাননার অভিযোগের পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে নোটিশ দিয়ে তলব করে সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতে হাজিরা না দিয়ে সংস্থাটি সংবাদ সম্মেলন করে সেই অভিযোগের জবাব দেয়।

সংস্থাটিরএই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও আসানুদ্দিন আমানুল্লা। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েরামদেব ও বালকৃষ্ণকে পরবর্তী শুনানির দিন ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, ওষুধের বিজ্ঞাপনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে
পতঞ্জলির বিরুদ্ধে । ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) তাদের বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

সংস্থাটির অভিযোগ, কোভিডের সময় আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও প্রতিষেধক নিয়ে রামদেবের সংস্থা অবৈজ্ঞানিক ও মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। মিথ্যা বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমে  ‘করোনিল কিট’ বিক্রি করে পতঞ্জলি ২৫০ কোটি রুপি মুনাফা করেছে।

এই মামলা দায়েরের পরই পতঞ্জলির বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধের নির্দেশ দেয় সুপ্রীম কোর্ট।

Latest articles

Related articles