এনবিটিভি, ওয়েব ডেস্ক: আফগানিস্তানে সমস্ত বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে তালিবান সরকার। এর প্রতিবাদে বুধবার প্রায় ৫০ জন মহিলা প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হন কাবুলের বুচার স্ট্রিটে। অবশেষে প্ৰতিবাদীদের সরিয়ে দিতে জল কামানও ব্যবহার করা হয়।
এক প্রতিবাদীর বক্তব্য”আজকে আমরা এই বিষয় আলোচনা করার জন্যই প্রতিবাদের পথ বেছে নিয়েছিলাম। কিন্তু কেউ আমাদের সঙ্গে কথা বলেননি। উলটে আমাদের হটিয়ে দেওয়ার জন্য জল কামান ব্যবহার করা হয়।”
এই ধরনের নির্দেশিকা জারি করার পিছনে সরকারের আজব যুক্তি, অনেকেই পার্লারে রূপচর্চার জন্য বেহিসেবি অর্থ ব্যয় করেন। তাই অনেক পরিবার অর্থকষ্টে ভোগে।