৩৪নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা!যাত্রীবোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ

সুরজিৎ দাস, নদীয়া: ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস এবং লরি মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক ছয় জন আহত কমপক্ষে কুড়িজন। তারা প্রত্যেককে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। নদীয়ার কৃষ্ণনগর 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা।

জানা যায় নদীয়ার কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর – পলাশীমনুমেন্ট লাইনের একটি বাস যাত্রী নিয়ে বেথুয়ার দিকে যাচ্ছিল। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে যখন 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে রওনা শুরু করে ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট আওয়াজ শুনে পথচারীরা এবং এলাকার মানুষজন ছুটে আসে। তারাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে। সূত্রের খবর যাত্রীবোঝাই বাসটিতে প্রায় ৪০থেকে ৪৫জন যাত্রী ছিল। তাদের মধ্যে কুড়ি জন জখম হয় তাদের মধ্যে ছয় জন গুরুতর জখম হন। তাদের প্রত্যেককে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। যাত্রীদের দাবি অতিরিক্ত গতি থাকার ফলে এই পথ দুর্ঘটনা। কি কারনে এই দুর্ঘটনাটি ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

Latest articles

Related articles