সাহি আকতার, এনবিটিভি : দীর্ঘ চার বছর ধরে পরিবারের বাবা, দাদু, দাদা ও কাকার কাছে ধর্ষিত হচ্ছিল বছর ১১ র এক নাবালিকা। এই অতি নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। অভিযুক্তদের নামে বান্দগার্ডন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা দীর্ঘ চার বছর ধরে ধর্ষিত হতো তার বাবা, দাদু, দাদা ও কাকুর কাছে। যখন বাড়িতে কেউ থাকতো না তখন ধর্ষিত হতো বাবার কাছে, ২০২০ সালে লকডউন এর সময় থেকে দাদা, ২০২১ এর জানুয়ারি এবং মে থেকে দাদু ও কাকার কাছে এক নাগাড়ে ধর্ষিত হতে শুরু করে। ঘটনা সামনে আসে স্কুলে “bad touch ও good touch” এর বিষয়ে সচেতন করার সময়। এরপর ওই নাবালিকা সমস্ত ঘটনা স্কুল কর্তৃপক্ষকে জানায়। তারপরই স্কুল কর্তৃপক্ষ নাবালিকার বাবা, দাদু, দাদা ও কাকার নামে বান্দগার্ডন থানায় অভিযোগ দায়ের করে।
পুলিশ ওই চারজনের নামে জামিন অযোগ্য বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে “এফ আই আর” দায়ের করা হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।